Publication – Bengali

দক্ষিণ এশিয়ার একটি সম্প্রদায়ের তাকিয়া ও ধর্মীয় পরিচিতি প্রসঙ্গে

by Shafique Virani and Dr Golam Dastagir
অনুকার, বাংলা-উর্দু লিটারারি ফোরাম, 2020
Abstract:

ভারতের ভাবনগরের গুপ্তিরা ‘তাকিয়া’ বা ‘আত্মরক্ষার্থে গোপনীয়তা অবলম্বন’ বিষয়ের এক অনন্য উদাহরণ, অথচ তা এখনো অনেকের নিকট অজ্ঞাত | কিন্তু তাঁরা দক্ষিণ এশিয়ার ধর্মীয় পরিচয়ের প্রচলিত শ্রেণিবিন্যাসের জন্য একটি হুমকিস্বরূপ | ‘তাকিয়ার’ ব্যবহার সাধারণত: সংখ্যালঘু বা সুবিধাবঞ্চিত মুসলমানদের মধ্যে দেখা যায়, যারা সম্ভবত নেতিবাচক সমালোচনার ভয় পায় যদি তাঁদের প্রকৃত ধর্মীয় বিশ্বাস উন্মোচিত হয় | ঐতিহাসিকভাবে, শিয়ারা তা সে ইসনা-আশআরী হোক বা ইসমাঈলি হোক নিজেদেরকে সুন্নি হিসাবে ভান করেছেন | সুন্নিরা প্রভাবশালী ও সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় | যাহোক, গুপ্তির হলেন ইসমাঈলি ইমামের অনুসারী এবং তাঁদের নামের অর্থ হলো ‘গুপ্ত’ বা ‘গোপনীয়’ | গুপ্তিরা কিন্তু সুন্নি মুসলমান হওয়ার মতো ভান করেননি, বরং হিন্দু হওয়ার মতো ভান করেছেন | গুপ্তিদের ‘তাকিয়ার’ ব্যবহার আর একটি কারণে উল্লেখযোগ্য | ক্ষতিকর পরিণতি বা পরিস্থিতি থেকে রক্ষা পাবার জন্য হিন্দুধর্মকে কেবলমাত্র একটা ঢাল বা আবরণ হিসাবে ব্যবহার করা হয়নি, বরং তা হলো গুপ্তিদের ধর্মীয় পরিচয় ও ধর্মীয় বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ | এ ধর্ম আগা খানকে কেবলমাত্র ইমাম হিসাবে নয় বরং বর্তমান যুগের অবতার হিসাবেও দৃঢ় বিশ্বাস স্থাপন করে |

Share what you’re reading on social media

If you liked this, you may also enjoy reading

মারিফাত জ্ঞানের ঐকতান : ইসমাইলী “গিনান” ঐতিহ্যের আত্ম-সংজ্ঞা

Dai Anjudani: The Trusted Spirit

Teflon Tents in the Desert