Publication – Bengali

মারিফাত জ্ঞানের ঐকতান : ইসমাইলী “গিনান” ঐতিহ্যের আত্ম-সংজ্ঞা

by Dr Golam Dastagir and Shafique Virani
অন্বেষণ: দর্শন বিষয়ক গবেষণা সাময়িকী, 2017
Abstract:

গিনান হলো দক্ষিণ এশিয়ার ইসমাইলী ধর্মীয় সাহিত্যের এক অপূর্ব সংকলন | “গিনান”-এর বিষয়বস্তুর পরিসর অনেক ব্যাপক, যেমন ঐশী প্রেম, বিশ্বতত্ত্ব, ধ্যান, ধর্মীয় অনুশীলন, পরকাল, নৈতিক আচরণ, ইত্যাদি | “গিনান” শব্দটি সংস্কৃত ‘জ্ঞান’ ধাতু থেকে নিঃসৃত যার বুৎপত্তিগত অর্থ গ্রিক γνῶσις (গ্নোসিস) বা ‘মারিফাত জ্ঞান’-এর সঙ্গে সম্পৃক্ত | সুতরাং “গিনান”-এর আভিধানিক অর্থ ‘জ্ঞান’ বা ‘মারিফাত জ্ঞান’ | বেশ কয়েকজন বিদগ্ধ পন্ডিত ইসমাইলী সম্প্রদায়ে “গিনান”-এর ‘পবিত্র সাহিত্য’ এবং ‘মারিফাত জ্ঞান’ – এই দ্বৈত তাৎপর্য নিয়ে অভিমত ব্যক্ত করেন | বক্ষমান প্রবন্ধটি “গিনান” ঐতিহ্যে “গিনান” শব্দের অন্তর্নিহিত অর্থ ও এর ব্যবহার নিয়ে ব্যাপকভাবে অনুসন্ধান করেছে | অধিকাংশ গিনানই যেহেতু সংগীতের সুরে পঠিত হয়, তাই গিনানের এই আলোচনা ঐতিহ্যগত ঐকতান বা সাঙ্গীতিক সংগঠনের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত | ঐকতান হলো পাশ্চাত্য চিরায়ত সংগীতের একটি বর্ধিত অংশ, যা চারটি ধারায় বিভক্ত | একইভাবে, “মারিফাত জ্ঞানের ঐকতান” নিয়ে এই আলোচনাটি চারটি অনুচ্ছেদে বিন্যাস করা হয়েছে, যার প্রতিটিতে গিনান ঐতিহ্যের এক একটি অংশের কীভাবে সংজ্ঞায়ন করা হয়েছে তা নিয়ে বিশদ বিশ্লেষণ করা হয়েছে |

Share what you’re reading on social media

If you liked this, you may also enjoy reading

দক্ষিণ এশিয়ার একটি সম্প্রদায়ের তাকিয়া ও ধর্মীয় পরিচিতি প্রসঙ্গে

Dai Anjudani: The Trusted Spirit

Khayrkhvāh-i Harātī